শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপি উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল ইস্ট উড সিটি কোম্পানির আয়োজনে এ নববর্ষ উৎযাপন করা হয়। এতে অংশগ্রহণ করেন ৩ শতাধিক গ্রাহকসহ স্থানীয় এলাকাবাসী।
কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “বাংলা নববর্ষের গুরুত্ব ও বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় প্রতিবছর এমন আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব আবাসন গড়তে সব রকম ব্যবস্থা করা হয়েছে।”
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপোটি ডাইরেক্টর মাছুম বিল্লাহ, সিনিয়র জিএম ফারহানা আক্তার, জিএম শামিম আহমেদসহ কোম্পানির কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্যরা ব্যক্তিবর্গ। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পীরা।
বাঙ্গালির ঐতিহ্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবছরও পূর্বাচল ইস্ট উড সিটি পরিবারের আয়োজনে ১৪৩১এর নববর্ষ উৎযাপন করা হয়েছে। গতকাল এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল ইস্ট উড সিটি আবাসন প্রকল্পের সাইট অফিসে ভূরিভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি দিনব্যাপী এ নববর্ষ উৎযাপন করা হয়।
অনুষ্ঠানে অংশ হিসেবে ছিলো ক্রীড়া Purbachal East Wood City প্রতিযোগিতা, গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।